লোকজ ধাঁধা, সমাধান জানা থাকলে কমেন্টে জানান

১.

জংলাত থন আইছে ভুইত্যা

পাত দিছে মুইত্যা…লেবু

২.

কইরা উপুর ধইরা চিৎ

ভিতরে গেলে মন পিরীত…ভাত

৩.

এতগড় টান দিলে বেতগড় নড়ে

কুক্কার ডিম ভাইস্যা ভাইস্যা ফিরে…বৃষ্টি

১.বড় গাঙ্গে বড় কই

মাগুড়ে ভাঙ্গে কাডা

এই শিলুক ভাঙ্গাইতে পারলে

পাহাড়পুরের বেডা

পাহাড়পুরের বেডা না তে

কুতুব খাঁর নাতি

এই শিলুক ভাঙ্গাইতে লাগে

আশ্বিন আর কাতি।

 

৪.এতো ছোট্ট দীঘিটা কইয়ে উড় উড় করে

রাজা আহে বাদশা আহে তুইল্লা সেলাম করে।

 

 

 

গল্পধাঁধা