আব্দুস সাত্তার সুমন
দিনের আকাশে যখন তাকিয়ে থাকি,
দূর ওই নীল আসমানে, বিশাল এই অট্টালিকা
দাঁড়িয়ে আছে আপন মনে।
রাতের আকাশে তারা গুলো জ্বলজ্বল করে জ্বলে,
কে বানালো এই চাঁদ সূর্য? কে বানালো আমাকে?
পরিবর্তন হচ্ছে সবই– পরিবর্তন নেই জীবনের, মৃত্যু যখন আসবে আবার যেতে হবে ওই চরণে।
ক্ষুদ্র জীবনের কত মায়া, কত আবেগ, কত স্মৃতি, সব মুছে যাবে এক পলকে।
যেতে হবে বাস্তব! অদৃশ্য এই জগতে। যেখানে রয়েছে অসীম সময়ের দীর্ঘক্ষণ, হবে যার যার কর্মফল! কেউ ঘুরে বেড়াবে, কেউ ছুটে চলবে, পুলসিরাতের পালোকে। কেন এত ঘৃণা? কেন এত অবহেলা? একদিন সবকিছুই স্তব্ধ হবে নিথর ওই দেহ যে।
ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ , ২০২৫