বরপুত্র তারেক জিয়া 

জাহাঙ্গীর চৌধুরী 

গণতন্ত্রের উন্মুক্ত দ্বার 

মহান শহীদ জিয়ার, 

বেগম জিয়া রেখেছিলেন

সফলতায় বারবার। 

স্বৈরাচারীর হস্তে কর্তন 

গণতন্ত্রের মাথা,

দেড়যুগ ধরে দেশের মানুষ 

ভুগছে বিষের ব্যাথা। 

স্বৈরাচারী দেশ ছেড়েছে

বরপুত্র আজ দেশে, 

গণতন্ত্রের সুত্র নিয়ে 

চলে বীরের বেশে।

পরিচয় তার তারেক জিয়া 

বাংলাদেশের হিয়া, 

ছিনিমিনি বন্ধ করবে 

সোনার বাংলা নিয়া।

হে বীর সন্তান জাগ্রত হও

পূতপবিত্র কাজে, 

বাংলাদেশকে সাজাও এবার 

গণতন্ত্রের সাজে।

বনশ্রী হাউজিং,রামপুরা,ঢাকা। 

কবিতাতারেক জিয়া