মাথায় হাতটি রেখো
আব্দুস সাত্তার সুমন পৃথিবীতে এসে আমি কান্না করি যখন,বুকের মাঝে আপন নীড়ে ধরে রাখো তখন।ছোট্ট যখন ছিলাম আমি বলতে পারিনা,আমার ভাষা বুঝতে তুমিছেড়ে যেতে না।ধীরে ধীরে বড় হই কত বাধা আসে!অশুভ ওই ছায়া দেখে থাকতে আমার পাশে।আমি যখন বুঝতে শিখি ভুল করে শেষেঅন্যায় গুলো শুধায় ধরভালোবাসার বেশে।সারা জীবন এভাবেই আমার পাশে থেকো,দোলনা থেকে মৃত্যু অবধ মাথায় হাতটি রেখো।Get a Great offer