১১ বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন: গাউনে মোড়া স্মৃতির সমাবেশ
সানজিদা জান্নাত পিংকি দীর্ঘশ্বাসে জমে থাকা প্রতীক্ষার বোঝা নামল। দীর্ঘ ১১ বছর পেরিয়ে, অবশেষে গণ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের ঢেউ আছড়ে পড়েছে! ক্যাম্পাসের প্রতিটি ইট-পাথরে যেন বিদ্যুত্স্পৃষ্ট আবেগের শিহরণ। দীর্ঘ অপেক্ষার পর শিক্ষার্থীরা তাঁদের গর্বের ডিগ্রি হাতে নিচ্ছেন, আর সঙ্গে ফিরছে পুরনো দিনের বুনো উচ্ছ্বাস, হাসি আর আনন্দাশ্রু। কত শত ব্যাচ পেরিয়ে গেছে, কিন্তু সমাবর্তনের ডাক আসেনি। অবশেষে […]