জাহারা মিতুর ছবি ‘জয় বাংলা’ | এ নিয়ে যা বললেন নায়িকা

কাজী হায়াতের ৫১তম ছবি ‘জয় বাংলা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নায়িকা জাহারা মিতুর। সারা দেশের ২০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।জাহারা মিতু তার স্ট্যাটাসে লিখেছেন-আমার প্রথম চলচ্চিত্র হিসেবে পর্দায় আসতে যাচ্ছে কিংবদন্তী পরিচালক “কাজী হায়াৎ” এর “জয় বাংলা”। তবে আমাকে যিনি বড়পর্দায় প্রথম পরিচালনা করেছেন তিনি আমার অন্যতম অভিভাবক “বদিউল আলম খোকন”। আমার বড়পর্দায় অভিষেক, […]