শেনচৌ ২১-এ করে ফিরিয়ে আনা ‘চন্দ্র ইট’ ভালো অবস্থায় আছে

চাঁদে বসতি নির্মাণের লক্ষ্যে আরও এক ধাপ এগোলো চীন। প্রথম দফায় এক বছর মহাকাশে থাকার পর শেনচৌ-২১ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরিয়ে আনা পরীক্ষামূলক ‘চাঁদের ইট’-এর নমুনাগুলো ভালো অবস্থায় রয়েছে বলে সম্প্রতি নিশ্চিত করেছেন চীনের বিশেষজ্ঞরা।২০৩০ সালে চাঁদে নভোচারী পাঠাতে চায় চীন। ২০৩৫ সালের মধ্যে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের একটি মৌলিক মডেল তৈরির লক্ষ্যও রয়েছে দেশটির। […]