হেমন্তের পাখি
আব্দুস সাত্তার সুমন হেমন্তেরি পাখি ডাকে মিষ্টি ধানের ঘ্রাণে,সোনালী রোদে আলো দেয়জুড়ায় মন প্রাণে।মিষ্টি ধানের স্নিগ্ধ হাওয়া সোনালী আঁশের পাঠ,কাঁচা পাকা সরষে দানা মৌ মৌ করে মাঠ।গ্রীষ্মকালের সুবাস ছড়ায়হেমন্তরি ধান,পাতাগুলো ঝরে পড়ে মন করে আনচান।মিষ্টি মিষ্টি ফুলগুলো নাচে কলতানে,আশ্বিন যেন খুঁজে আনেভালোবাসার টানে।ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ