Browsing tag

তারেক জিয়া

বরপুত্র তারেক জিয়া 

জাহাঙ্গীর চৌধুরী গণতন্ত্রের উন্মুক্ত দ্বার  মহান শহীদ জিয়ার, বেগম জিয়া রেখেছিলেনসফলতায় বারবার। স্বৈরাচারীর হস্তে কর্তন গণতন্ত্রের মাথা,দেড়যুগ ধরে দেশের মানুষ ভুগছে বিষের ব্যাথা। স্বৈরাচারী দেশ ছেড়েছেবরপুত্র আজ দেশে, গণতন্ত্রের সুত্র নিয়ে চলে বীরের বেশে।পরিচয় তার তারেক জিয়া বাংলাদেশের হিয়া, ছিনিমিনি বন্ধ করবে সোনার বাংলা নিয়া।হে বীর সন্তান জাগ্রত হওপূতপবিত্র কাজে, বাংলাদেশকে সাজাও এবার গণতন্ত্রের সাজে।বনশ্রী হাউজিং,রামপুরা,ঢাকা। 

সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়: তারেক রহমান

‘সত্যের সৌন্দর্য হলো, এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। এটি আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।’একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্স-এ দেওয়া একটি পোস্টে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই পোস্টে তিনি আরও […]