মারিয়া নূর বসছেন সঞ্চালনার চেয়ারে

দেশীয় টিভি দর্শকদের কাছে কাঙ্ক্ষিত সঞ্চালক মারিয়া নূর । মাঝের দুই বছর সেই চেয়ার থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন অস্পষ্ট কারণে। বিনিময়ে ব্যস্ত হলেন টিভিসি, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ/ফিল্ম ও টিভি নাটকে। সঞ্চালনার চেয়ারে মারিয়া বসছেন আবারও।  জানিয়ে রাখলেন, বিশ্বকাপের পরেই ফের ছুটিতে যাবেন তিনি! তাও আবার অনির্দিষ্ট সময়ের জন্য। তবে আপাতত জানা যাক প্রথম বিরতি […]