চীন-রাশিয়া উচ্চপ্রযুক্তির গ্যাস পাইপলাইন চালু
চীন ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন উচ্চপ্রযুক্তির একটি গ্যাস পাইপলাইন সোমবার থেকে চালু হয়েছে বলে জানিয়েছে চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক কর্পোরেশন (পাইপচায়না)।পাঁচ হাজার কিলোমিটার লম্বা এই পাইপলাইন বছরে ৩৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহন করতে পারবে। এটি নির্মাণে প্রায় এক দশক লেগেছে। এটিই চীনের প্রথম বিশ্বমানের পাইপলাইন।পাইপলাইনটি চীনের উত্তরাঞ্চলের রাশিয়ার সীমান্তঘেঁষা হেইলংচিয়ানের প্রদেশের […]