১০ শহরে সেবা দিচ্ছে চীনের তৈরি সি৯১৯ বিমান
সিএমজি বাংলা: চীনের তৈরি সি৯১৯ বড় যাত্রীবাহী বিমান আরেকটি মাইলফলক ছুঁয়েছে। চীনের ১০টি শহরে সেবা দিতে শুরু করেছে এটি।চীনের বৃহত্তম বিমান সংস্থা, চায়না সাউদার্ন এয়ারলাইনস ঘোষণা করেছে, তারা ১২ ডিসেম্বর প্রথমবারের মতো সি৯১৯ বিমান দিয়ে কুয়াংচৌ এবং হাইনানের রাজধানী হাইখৌর মধ্যে সংযোগ স্থাপন করবে। ১৬ ডিসেম্বর থেকে নিয়মিত এই রুটে সি৯১৯ পরিচালিত হবে। বর্তমানে এই […]