চীন–আফ্রিকা বন্ধুত্ব: ধানের ক্ষেত থেকে মানুষের হৃদয়ে
ফয়সল আবদুল্লাহ : সত্তরের দশকে আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ধানের ক্ষেতে আলোয় ঝিলমিল করত সোনালি ধান। সেই কাদামাখা ক্ষেতে পা ডুবিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন চীনের কৃষি বিশেষজ্ঞরা—সেচ, চাষাবাদ আর ফলন বাড়ানোর কৌশল তারা শিখিয়ে দিতেন হাতে–কলমে।সে উদ্যোগ শুধু কৃষিতেই সীমাবদ্ধ থাকেনি। আফ্রিকার মাটিতে গজানো ধানের শীষের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছিল […]