এআই শিক্ষা: চীনা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন অধ্যায়
চীনা বিশ্ববিদ্যালয়গুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার ওপর জোর দিচ্ছে, চালু করছে নতুন এআই অনুষদ এবং সংযোজন করছে আরও বিস্তৃত কোর্স ও পাঠ্যপুস্তক। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের এআই বিশেষজ্ঞ তৈরি করাই এসব কলেজের লক্ষ্য।সিংহুয়ার নতুন উদ্যোগচীনের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় সিংহুয়া ঘোষণা দিয়েছে, ২০২৪ সালে ১৫০টি নতুন আসন যুক্ত করবে এবং একটি স্বতন্ত্র এআই […]