আলঝেইমার্স শনাক্তকরণে চীনের যত অভিনব প্রযুক্তি
মস্তিষ্কের দূরারোগ্য রোগ আলঝেইমার্স। সারা বিশ্বের মতো চীনেও বাড়ছে রোগটির প্রকোপ। তবে বসে নেই চীনের চিকিৎসাবিজ্ঞানীরা। রোগটিকে আগাম শনাক্ত করতে পারলে রোগীর ওপর এর ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। আর এ কাজে চীনারা গবেষকরা ব্যবহার করছেন অত্যাধুনিক উচ্চগতির ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা প্রযুক্তি।চীন উন্নত প্রযুক্তি এবং ব্যাপক চিকিৎসা পরীক্ষার সাহায্যে প্রাথমিক স্ক্রিনিং-এর উন্নতি ঘটিয়ে আলঝেইমার্স রোগের […]