সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা চীনের ন্য জা-২
মঙ্গলবার ডিজনির সিনেমা ‘ইনসাইড আউট ২’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে চীনের ন্য জা-২।অনেক দর্শক উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন। চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্সঅফিস রেকর্ড ভেঙে চলেছে।তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটারগুলোয় ন্য জা-২ এর টিকিট যেন সোনার হরিণ […]