উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি তথ্য (পর্ব-১)

উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ২৫টি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো। এগুলো বার বার করে পড়লে আরো অনেক পড়া গেঁথে যাবে মাথায়। জীববিজ্ঞান শিখতে হলে এসব তথ্য একেবারে মুখস্থ করে নিলেই ভালো। নটোকর্ড আছে কি নেই তার ওপর ভিত্তি করে প্রাণিজগতকে ২ ভাগে ভাগ করা যায়। নিডোসাইট কোষ থাকে হাইড্রায়। পরিফেরা পর্বের প্রাণীদের দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। […]