উদ্ভাবনী পণ্যে সাংহাইয়ে চলছে চায়না ব্র্যান্ড দিবসের উৎসব
চলতি বছরের চায়না ব্র্যান্ড ডে পালিত হচ্ছে সাংহাইতে। শুক্রবার থেকে চালু হওয়া পাঁচ দিনের এ উৎসবে অংশ নিয়েছে স্থানীয় কোম্পানিগুলো। প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে কীভাবে গ্রাহকদের কাছে তারা আরও ভালো পণ্য ও পরিষেবা পৌঁছাতে পারবে। সূত্র: সিএমজি বাংলা‘আরও উন্নত গুণমান এবং চাইনিজ ব্র্যান্ডের উজ্জ্বল ভবিষ্যত’ এ থিমে পাঁচ দিনের এ ইভেন্টে এবার প্রায় এক হাজার কোম্পানি তাদের […]