টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা
শাংহাই ওশান ইউনিভার্সিটির একদল গবেষক পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইকোলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম তৈরি করেছেন।শাংহাই ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং লিছিংয়ের নেতৃত্বে দলটি পানির গুণমান মূল্যায়নের জন্য চার ধাপের একটি পদ্ধতি তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার রোগ নির্ণয় নীতির অনুকরণে সাজানো। ওয়াং বলেন, জলজ পরিবেশ মানেই একটি জটিল জীববৈচিত্র্যময় নেটওয়ার্ক—তাই আলাদা সমস্যা নয়, পুরো ইকোসিস্টেমকে পুনর্গঠনই তাদের […]