বেইজিংয়ে শুরু হলো সি চিনপিং চিন্তাধারার আন্তর্জাতিক গবেষণা ফোরাম
নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হলো ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রবিষয়ক সি চিনপিং চিন্তাধারার আন্তর্জাতিক গবেষণা ফোরাম ২০২৫।’বুধবার বেইজিংয়ে চায়নিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেয়ের আয়োজনে দুই দিনব্যাপী এই ফোরামের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘শতাব্দীতে অভূতপূর্ব পরিবর্তন এবং চীনের শাসনব্যবস্থা।’ ফোরামটিতে বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০ জন গবেষক ও বিশেষজ্ঞ অংশ […]