চীনা অভিনেত্রী চিয়াং পেই ইয়াও
বাস্তব জীবনে চিয়াং পেই ইয়াও অন্তর্মুখী। নিজের অভিনীত চরিত্রগুলো নিয়ে কথা বলার সময় তাঁর চোখ জ্বলজ্বল করে। সেই গল্পগুলো, চরিত্রগুলোর সাথে তাঁর তৈরি সংযোগ এবং অভিনয়ের সময় তাঁর অভিজ্ঞতার বয়ে আনা অনুভূতিগুলো তাঁকে উত্তেজিত করে এবং এই প্রক্রিয়ায় নিজেকে হারিয়ে ফেলে।চলচ্চিত্রাঙ্গনে প্রবেশের পর থেকে চিয়াং পেই ইয়াও অনেক প্রাণবন্ত এবং স্মরণীয় চরিত্রে অভিনয় করেন। টিভি […]