জ্ঞানের ছটায় বিকশিত হচ্ছে ক্যাম্বোডিয়ার তারুণ্য, পাশে চীন
‘জ্ঞানই ভাগ্য পরিবর্তনের চাবি’—এই বিশ্বাস তারাই আঁকড়ে রাখেন, যারা শিক্ষা গ্রুহণ ও তা ছড়িয়ে দেওযার মাধ্যমে জীবন বদলাতে চায়। এই বিশ্বাসই পথ দেখাচ্ছে কম্বোডিয়ার অনেক তরুণকে।২১ বছর বয়সী মভ ইউস নতুন প্রযুক্তি শিখে ভালোভাবে জীবন কাটানোর স্বপ্ন দেখছেন। চীনের সহায়তায় তার সেই স্বপ্নে তরী এগিয়ে চলছে তরতর করে।কম্বোডিয়ার সিয়েম রিয়াপ প্রদেশে অবস্থিত ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট […]