চীন-ইউরোপ শুল্ক-বিরোধের রাজনৈতিক সমাধান চায় জার্মানি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনকে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর শুল্ক সংক্রান্ত ইস্যুর একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক।মঙ্গলবার এক বিবৃতিতে হ্যাবেক বলেন, শুল্ক নিয়ে এ বিরোধ-চক্র চলতে থাকলে তাতে উভয় পক্ষের ক্ষতি হবে এবং এর জন্য একটি রাজনৈতিক সমাধান অপরিহার্য বলে জানান হ্যাবেক।জার্মান ও ইউরোপীয় অর্থনীতিতে চীনের গুরুত্বে জোর […]