এশিয়ার বৃহত্তম ফুলের বাজার চীনের দোওনান
সিএমজি বাংলা ডেস্ক : বিশাল জায়গাজুড়ে ফুলের বাজার। বাহারি জাতের ফুলে দারুণ এক আবহ তৈরি হয়েছে এখানে। শুধু ফুলই নয়, ফুল দিয়ে তৈরি নানা পণ্য পাওয়া যায় এই বাজারে। ফুলের এই বাজারটি চীনের ইয়ুননান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত, যা পরিচিত দোওনান ফুলের বাজার নামে।চীনের ৭০ শতাংশ ফুলের চাহিদা মেটায় এই ফুলের বাজার। দেশের প্রতি ১০ […]