এ বছর নতুন যেসব প্রযুক্তি আসছে
প্রতিবছরই তো প্রযুক্তি কিছু না কিছু আসছে। তবে সামনের বছর দৃশ্যপট বদলে যেতে পারে অনেকখানি। গেল বছর প্রযুক্তিবিশ্বের মোঘলদের যেসব প্রস্তুতি নিতে দেখা গেছে, সেসবের বাহাদুরি দেখা যাবে ২০২৩-এ।সবখানে এআই২০২৩ সালে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিচ্ছুরণ ঘটবে। এর জন্য খুব একটা কোডিংও শিখতে হবে না। নানা ধরনের ড্রাগ-অ্যান্ড-ড্রপ টুল চলে আসায় ব্যবসায় দেখা দেবে নতুন […]