চাঁদে অরবিটার পাঠাবে হংকং
চীনের জাতীয় মহাকাশ গবেষণায় এবার বড় অবদান রাখতে চলেছে দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল—হংকং। ২০২৮ সালে একটি বিশেষ চন্দ্র অরবিটার উৎক্ষেপণের পরিকল্পনা করেছে অঞ্চলটি।ভবিষ্যতে চাঁদে স্টেশন গড়তে চায় চীন। সেই স্টেশনে উল্কাপিণ্ডের আঘাত হানার ঝুঁকি মূল্যায়নের কাজ করবে হংকংয়ের পাঠানো অরবিটার। অরবিটারটির নাম হবে ‘ইউয়েশান’, যার অর্থ ‘চাঁদের ঝলক’। হংকং বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ফর স্পেস রিসার্চের নির্বাহী […]