জাপানের বুলেট ট্রেন: ৬০ বছরে পরিবর্তনের গল্প

বিশ্বের প্রথম হাই-স্পিড ট্রেন শিনকানসেনের ৬০ বছর পূর্ণ হলো। ১৯৬৪ সালে টোকিও স্টেশন থেকে ওসাকা যাওয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছিল এই বুলেট ট্রেন। অনন্য ডিজাইনের জন্য পরিচিত শিনকানসেন, “টোকাইডো শিনকানসেন” নামে পরিচিত এই রুটটিকে “গোল্ডেন রুট” বলা হয়। মাত্র আড়াই ঘণ্টায় এই ট্রেন যাত্রীদের টোকিও থেকে ওসাকা পৌঁছে দেয়, পথে মাউন্ট ফুজি ও কিয়োটোর মতো […]