চীনের তেছিংয়ের মুক্তা চাষের ঐতিহ্য পেল বিশ্ব স্বীকৃতি

সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ঘোষণা করেছে, চীনের চ্যচিয়াং প্রদেশের তেছিং ফ্রেশওয়াটার পার্ল মাসেল কম্পোজিট ফিশারি সিস্টেমটিকে ২০২৫ সালের গ্লোবালি ইম্পরট্যান্ট অ্যাগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেমে বা জিআইএএইচএস-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের প্রথম বিশ্বমানের জলচাষ-সম্পর্কিত কৃষি ঐতিহ্য প্রকল্প হিসেবে স্বীকৃতি পেল এটি। আর এ নিয়ে চীনের এ ধরনের প্রকল্পের সংখ্যা দাঁড়াল ২৫-এ। যার মধ্যে ছয়টিই চ্যচিয়াংয়ে।প্রায় […]