পালমোনারি হাইপারটেনশন : ঝুঁকি ও চিকিৎসা

ফুসফুসের ভেতরে থাকে পালমোনারি ধমনি। এর ভেতরের নালি সরু হয়ে গেলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। এতে হার্ট থেকে ফুসফুসে রক্ত সঞ্চালন বাধা পায় এবং রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয়। এতে হার্টের মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। একেই বলে পালমোনারি হাইপারটেনশন ।পালমোনারি হাইপারটেনশন এর লক্ষণপালমোনারি হাইপারটেনশন এর কারণজিনগত ও শরীরের বিভিন্ন অঙ্গের সমস্যার কারণে […]