৬টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন
উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন।চিলিন-১ খুয়ানফু ০২বি নামের স্যাটেলাইটগুলো লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটে বেইজিং সময় শুক্রবার দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে স্যাটেলাইটগুলো।এই উৎক্ষেপণ লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।সূত্র: সিএমজি