তাদের ‘স্যরি’ হয়ে যায় ইতিহাস

ব্যক্তি বড় হয়ে গেলে তখন আর মাছ ঢাকার মতো শাক পাওয়া যায় না। সভ্য দেশের বড় নেতাদের ‘লীলাখেলা’ তাই দোষের পর্যায়েই পড়ে। তথাপি সময়মতো অবনতমস্তকে স্যরি বলে ক্ষমাপ্রার্থনার নজির সৃষ্টি করেন তারা। জাতি ক্ষমা করলো কি না সেটার চেয়েও বড় হয়ে দেখা দেয়—‘তারা স্যরি বলেছেন।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাম্প্রতিক দুঃখপ্রকাশের বিষয়টি জানাজানি হওয়ার পর […]