মহাকাশ স্টেশনে রুটিন মেইনটেনেন্স সম্পন্ন করলেন শেনচৌ-১৮ নভোচারীরা
শুভ আনোয়ার, সিএমজি বাংলা : চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে রুটিন মেইনটেনেন্স সম্পন্ন করেছেন শেনচৌ-১৮ মহাকাশযানের নভোচারীরা। সেখানে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন তিন নভোচারী। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে এ তথ্য জানা গেছে।স্টেশনের অভ্যন্তরীণ ভাইব্রেশন পরিমাপ করেছেন, যা কক্ষপথে বসবাসকারী নভোচারীদের জন্য মহাকাশ স্টেশনটি আরামদায়ক করবে এবং যানটি আরও ভালোভাবে কাজ করবে।সরঞ্জাম রক্ষণাবেক্ষণে স্টেশনটিতে স্মোক সনাক্তকরণ […]