মহাকাশে এআই কম্পিউটিং দৌড়ে এগিয়ে চীন
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন মহাকাশে এআই কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলার দৌড়ে এগিয়ে চলছে। রিমোট-সেন্সিং স্যাটেলাইটে ইন-অরবিট এআই বিশ্লেষণের মাধ্যমে এখন সরাসরি মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব হচ্ছে।চীনের চোংখ্য থিয়ানসুয়ান প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মহাকাশ কম্পিউটিংয়ে এক হাজার দিনের বেশি সফল কার্যক্রম চালিয়েছে। তাদের অরোরা-১০০০ কম্পিউটারটি কাজ করছে চিলিন-১ স্যাটেলাইটে। নিজস্ব প্রযুক্তির জিপিইউ-সমৃদ্ধ অরোরা-১০০০ আগামী বছর কক্ষপথে পরীক্ষা করা […]