পিঁপড়া ও মুরগির বন্ধুত্ব
রাহেলা আক্তারঘরের এক কোণে ছিল একদল পিঁপড়ার ছোট্ট রাজ্য। সারাদিন তারা সারি বেঁধে খাবারের খোঁজে বের হতো— কারো মুখে চালের দানা, কারো মুখে চিনি বা রুটির টুকরো। দুপুরে একবার বাসায় এসে ছানাদের খাবার দিত, তারপর আবার বের হতো নতুন খাবারের সন্ধানে। এভাবেই তারা প্রতিদিন সামান্য করে খাবার জমিয়ে রাখতো বর্ষার জন্য, কারণ বৃষ্টির দিনে তো […]