পাঠ্যবইয়ের বাইরে শেখা: তোমার সত্যিকারের জানার শুরু এখানেই!

লেখা: মোঃ জামাল হোসেন (শিক্ষা কার্যক্রম পরিচালক, ন্যাশনাল গার্লস মাদ্রাসা, ফেনী)আমরা প্রতিদিন স্কুলে যাই, বই খুলে পড়ি, ক্লাসে শিক্ষক যা বলেন তা খাতায় লিখি। পরীক্ষা আসে, মুখস্থ করি, নম্বর পাই। কিন্তু ভেবে দেখেছো কি, এই বইয়ের বাইরেও এক বিশাল জগত আছে, যেটি তোমার কৌতূহল, যুক্তিবোধ আর বাস্তব জীবনের প্রস্তুতিকে বাড়িয়ে তোলে? আমাদের জাতীয় কবি কাজী […]