ম্যারাথন দৌড়াবে চীনা রোবট
দৌড়ে কে এগিয়ে? মানুষ না রোবট? প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে বেইজিংয়ের আসন্ন হাফ-ম্যারাথনে। কারণ, সেখানে দৌড়ের ট্র্যাকে নামছে থিয়ানকং আলট্রা—চীনের তৈরি হিউম্যানয়েড রোবটের এক ঝকঝকে দৌড়ুতে পারা আপগ্রেডেড ভার্সন। আপাতত ট্রেনিংয়ে ব্যস্ত এ রোবট। মানুষের মতোই চলছে তাদের জগিং আর স্ট্রেচিংয়ের প্র্যাকটিস!১৩ এপ্রিল বেইজিংয়ের ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ায় হবে এই রেস। তবে, চিন্তা নেই মানব দৌড়বিদদের। […]