গ্যাস-সমৃদ্ধ দূরবর্তী একাধিক গ্যালাক্সি খুঁজে পেল চীনা টেলিস্কোপ

দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের পাঁচশ মিটার ব্যাসের স্ফিরিক্যাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) ব্যবহার করে দূরবর্তী মহাকাশে বিপুল পরিমাণে গ্যাস-সমৃদ্ধে একাধিক গ্যালাক্সি আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। সূত্র: সিএমজি বাংলা গবেষণার ফলাফল শুক্রবার দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, নতুন আবিষ্কৃত গ্যালাক্সিগুলো থেকে নির্গত রেডিও তরঙ্গ পৌঁছাতে যতটা সময় লেগেছে, আমাদের সৌরজগতের বয়সও প্রায় ততটা। […]