জোঁক, মেঘ ও বিদ্রোহী!
আমাদের ৫ বন্ধুর পরিকল্পনা ছিল রুমা বাজার থেকে বগা লেক হয়ে কেওক্রাডং পাহাড়! এরপর তাজিংডং পাহাড় পর্যন্ত ট্রেকিং করার!কিন্তু পাহাড়ি জোঁক এবং বিদ্রোহীদের অপহরণ আতঙ্কে ভ্রমণ পরিকল্পনার দুইদিন বাকি থাকতেই ঢাকায় ফিরে আসতে বাধ্য হই!আমরা ঢাকা থেকে রওনা হয়ে বান্দরবান নেমে জিপ রিজার্ভ করে রুমা বাজার পৌছাই! পরদিন ভোরেরওনা হলাম! অসাধারণ প্রকৃতির কোলে কষ্টসাধ্য পায়ে […]