তৃপ্তি ডিমরি পারভীন বাবির চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন
‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করা তৃপ্তি ডিমরি এর আগে ‘লैলা মজনু’, ‘বুলবুল’ ও ‘কলা’র মতো সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। এবার শোনা যাচ্ছে, তিনি নারীকেন্দ্রিক সিনেমায় আরো গভীরভাবে প্রবেশ করতে চান এবং ৭০ ও ৮০-এর দশকের বলিউড তারকা পারভীন বাবির বায়োপিকে অভিনয় করতে আগ্রহী। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর না করলেও […]