আমরা কম্পিউটারে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে সাধারণত সফটওয়্যার বা লিংকটি কপি করে অন্য কোনো সাইটে গিয়ে ডাউনলোড করি কিন্তু ছোট একটি ট্রিক আপনাকে ইউটিউব থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ডাউনলোডের জন্য থার্ড পার্টি সাইটে নিয়ে যাবে। যেমন মনে করি আপনার ভিডিওটির লিংক https://www.youtube.com/watch?v=0O5uERly9BE এখানে ওয়েবব্রাউজারে মূল লিংকটির আগে অর্থাৎ https://www.-এর পর ইংরেজি ss যুক্ত করে এন্টার চাপ দিলেই এটি ডাউনলোডের লিংকে নিয়ে যাবে। যেমন https://www.ssyoutube.com/watch?v=0O5uERly9BE। সেখান থেকে আপনার পছন্দমতো সাইজে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।