ফয়সল আবদুল্লাহ: ত্রিমাত্রিক স্ফটিকের ভেতরে অতিক্ষুদ্র একটি একরৈখিক সীমানা আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। ভবিষ্যতে ডেটা সংরক্ষণ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এটি। এই আবিষ্কারের ফলে ডাকটিকিটের সমান আকারের একটি চিপে ১০ হাজার হাই-ডেফিনিশন সিনেমা সংরক্ষণ করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, নতুন এ কাঠামোটির গঠন মানুষের চুলের ব্যাসের এক লক্ষ ভাগের এক ভাগ। এটি এখনকার তুলনায় শতগুণ বেশি শক্তিশালী ও জ্বালানি-সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির পথ খুলে দিতে পারে।
চাইনিজ বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ফিজিক্সের গবেষকরা দেখতে পান, কিছু স্তরযুক্ত স্ফটিকে ডেটা সংরক্ষণের ব্লকগুলোর মাঝের সীমানা সমতল পাতার মতো নয়, বরং একমাত্রিক সরু রেখায় পরিণত হয়, যার প্রস্থ একটি পরমাণুর সমান।
গবেষকরা জানান, স্ফটিকের ভেতরের ক্ষুদ্র ত্রুটি—বিশেষ করে অক্সিজেন পরমাণুর ঘাটতি বা অতিরিক্ত উপস্থিতি—এই রেখাগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর এ তেই তথ্য ধারণের কাজটি করা সম্ভব হয়।
এখনকার প্রচলিত স্টোরেজ প্রযুক্তিতে ডেটা সংরক্ষণ হয় দশ ন্যানোমিটার পরিসরে, সেখানে এই নতুন কাঠামো শতগুণ ছোট। গবেষকদের মতে, এতে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ২০ টেরাবাইট ডেটা সংরক্ষণ সম্ভব হতে পারে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ৬০০ গুণ বেশি।
সূত্র: সিএমজি