ফোমের পুতুল বানাতে লাগবে পুরনো এক টুকরো ফোম। ফোমটি তুমি জোগাড় করে রাখতে পারো কখনো বাড়িতে সোফা ঠিকঠাক করার সময় এদিক-সেদিক পড়ে থাকা পুরনো টুকরোগুলো থেকে।
পুতুল বানাতে ফোমটি মানুষের ফরমেটে অর্থাৎ মাথা, দুই হাত, দুই পাসহ কেটে ফেলো পুতুলটি। প্রথমে কলম দিয়ে ফোমের ওপর এঁকে নাও ফরমেটটি। তারপর ছোট সেফটি কাঁচি দিয়ে কেটে ফেলো ফরমেটটি। এবার পুতুলটিকে মনের মতো সাজানোর পালা। কালো উল আইকা দিয়ে মাথায় লাগিয়ে চুল তৈরি করো। পোস্টার পেপার থেকে টুপি কেটে নাও। টুপিটি কাটতে প্রথমে মাঝারি সাইজের একটি গোল বৃত্ত এঁকে নিতে হবে পোস্টার পেপারে। এরপর সেটির যেকোনো একটির দিকে একটুখানি কেটে সেই কাটা অংশটি একটির ওপরে আরেকটি তুলে দিয়ে আইকা দিয়ে লাগিয়ে দাও। দেখবে বৃত্তটি নিমেষেই পরিণত হবে টুপির আকৃতিতে। এবার টুপির ওপরে নকশা তৈরি করতে গোল গোল অনেক রঙের বৃত্ত ছোট আকারে কেটে নিয়ে আইকা দিয়ে টুপির ওপরে বসাও।
এরপর আবারও দুটি বৃত্ত একটু বড় আকৃতিতে কাটো।
বৃত্ত দুটি ভিন্ন দুই রঙের হলেই ভালো হয়। এ দুটি কাটা শেষে এর নিচে ডিজাইন তৈরির জন্য একটু জিগজ্যাগ স্টাইলে কাটতে পারো। এবার বৃত্ত দুটির ওপর রঙিন পোস্টার পেপারের গোল ছোট বৃত্ত কেটে বসাও। বসাতে আইকা ব্যবহার করো। এবার বৃত্ত দুটির মাঝখানে কাঁচি দিয়ে গোল করে কেটে ফেলো।
এখন পুতুলের মাথাটি আঙুল দিয়ে চেপে ধরে আস্তে একটি বৃত্ত ঢুকিয়ে দাও। মাথার ভেতরে আরেকটি বৃত্ত পাগুলো চেপে ধরে ঢুকিয়ে দাও পুতুলের মাঝ বরাবর। এই দুটি বৃত্ত মিলে তৈরি হলো পুতুলের ফ্রক। এখানে একই পদ্ধতিতে আরো একটি বৃত্ত কেটে নিচে বসাতে পারো ফ্রকটি পরিপূর্ণ করতে। ফ্রকের ওপর ডিজাইন তৈরি করতে একইভাবে ছোট ছোট বল আকৃতির কাগজ কেটে আইকা দিয়ে বসাও। শেষে পুতুলের পায়ের জায়গায় কমলা রঙের পোস্টার পেপার কেটে দুটি জুতা পরিয়ে দাও।
আর হ্যাঁ, পুতুলের চোখ-মুখ-নাক না দিলে সে আবার কিসের পুতুল? যথারীতি বসিয়ে যাও কালো উল দিয়ে কালো চোখ, কমলা রঙের কাগজ দিয়ে তৈরি করো নাক, আর লাল পোস্টার পেপার কেটে বসাও মুখ। সব কিছুই বসাতে তোমার সঙ্গে থাকবে আইকা আঠা।
ব্যস, পুতুল তৈরি যখন শেষ, ওকে শুকানোর সময়টি দিয়ে তুমি কিন্তু বসে যেতে পারো ওকে নিয়ে খেলতে।
তারেকা রহমান