চীন ভ্রমণে কিছু দরকারি টিপস!

চীনে প্রথমবার যাচ্ছেন? আহা, চা না খেলেও, প্রস্তুতি চাই—তাও একেবারে “চায়না স্পেশাল” ধরনের! নিচের গাইডটা পড়লে আপনি হবেন একেবারে মাস্টার ট্রাভেলার!

চীনে ঢুকেই বুঝবেন, ইংরেজি যেন ওদের চোখের কাঁটা! ১০০ জনে ২-৩ জন বুঝতে পারে, বাকিরা আপনাকে দেখবে এলিয়েন ভেবে। “চেয়ার” বা “টেবিল” বললে ওরা ভাববে—নতুন কোনো প্রযুক্তি বুঝি! এমনকি দেশের নামও ওরা নিজের মতো করে ট্রান্সলেট করে নেয়।

Baidu নামক অ্যাপটা মোবাইলে আগে থেকেই নামিয়ে রাখুন। ওটাই চীনের গুগল ম্যাপ! অবশ্যই ইংরেজি ভার্সান চালু রাখবেন—নইলে হারিয়ে গেলে খুঁজে পাবেন কিনা সন্দেহ!

Gmail তো বেশিরভাগ সময় ব্লক! হটমেইল বা ইয়াহু খুলে রাখুন যেন ইমার্জেন্সিতে ফ্লাইট টিকিট আর হোটেল বুকিং খুঁজে পান।

চীনের স্টেশন বা ফেরিঘাটগুলোতে সিনেমার মতো স্ক্যানিং চলে। পাসপোর্ট সাথে থাকলে ঝামেলা কম। মনে রাখবেন—“চিনে চেকিং চলে দিনরাত বিনা বিরতিতে”!

চীনা ভাষায় হোটেলের ঠিকানা প্রিন্ট করে নিন। ইংরেজি বললে উবার চালক ভাববে আপনি কবিতা পড়ছেন!

বছরজুড়েই বৃষ্টি! ফ্লাইট ক্যানসেল বা দেরি যেন তাদের রুটিন! যদি পারা যায়, ট্রেন বা অন্য পথ ভাবুন!

রাস্তায় খোশ মেজাজে কফি বা সিগারেটের খোসা ফেললেন? ওমা, সঙ্গে সঙ্গে জরিমানা! চীনারা এখন পরিচ্ছন্নতায় ওস্তাদ!

পাস্তা ভেবে যা অর্ডার করলেন, তা যদি ব্যাঙের ঠ্যাং হয়? ভয় পাবেন না, জিজ্ঞেস করুন—“এটা আসলে কী?”

এক ইউয়ান মানে আমাদের প্রায় ৯.৫ টাকা। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকলে “Bank of China”-র ATM-এ ঝামেলা ছাড়াই টাকা তুলুন।

চীনারা আপনাকে সাহায্য করতে চাইবে, কিন্তু ভাষা বাঁধা! ধৈর্য ধরুন, হাসি দিন—দেখবেন অনেকদূর এগিয়ে গেছেন!

চীনে যানবাহন চলে বাম পাশ দিয়ে, কিন্তু ওঠা-নামা হয় ডান পাশ দিয়ে। তাই স্টপেজে দাঁড়ানোর সময় খেয়াল রাখুন, নইলে হাঁ করে তাকিয়ে থাকতে হবে!

খাবার হজম না হলে, দোকানে গিয়ে ‘ডায়রিয়া’ বললে তারা ভাববে আপনি অন্য গ্রহ থেকে এসেছেন! তাই নিজের ওষুধ নিজেই সঙ্গে রাখুন!

ব্যবসার কাজে যাচ্ছেন? তাহলে চাইনিজ ভাষায় পারদর্শী কেউ থাকলে ভালো। না হলে দোভাষী ভাড়া করে নিন, নয়তো ব্যবসা হবে “মাইনা খায় না” অবস্থা!

চীনে এসব চলে না! VPN ইন্সটল করে নিন, নয়তো নিজের মেমোরি কার্ডে নিজেই সেলফি দেখে কান্না করবেন!

চীনা এয়ারলাইনে চেকইনে বেশি লাগেজ মানেই ৫০০০ টাকা ফাইন! তাই নিজের ব্যাগ ওজনটা ভালো করে মেপে নিন।

জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি—সবকিছু বন্ধ! আবার মে’র শুরু আর অক্টোবরের শুরুতেও ছুটি। তাই প্ল্যান করুন ছুটির বাইরে!

chinachina traveltraveltravel chinatravel destination