Musandam from Dubai

Musandam from Dubai

About two hours’ drive away, and part of the neighboring country of Oman, the Musandam is not for those on a tight timeline. But a day or two spent on its east coast will draw gasps from even the most experienced traveler. While there’s not a great deal to do in the area’s main town of Khasab it acts as a springboard into the dramatic waterways known as the “Fjords of the Middle East.” There’s only one major hotel, the Golden Tulip, from which you can organize your early morning boat ride. The easiest way to reach Musandam is to rent a car and drive the 65 km north. Also, make sure that you have a visitor visa that allows you to reenter the UAE after your trip; check with the Dubai Department of Tourism before leaving the UAE.

 

দুবাই থেকে মুসানদাম
দুবাই থেকে ঘণ্টা দুয়েকের পথ এটি। পার্শ্ববর্তী দেশ ওমানের একটি অংশে পড়েছে এটি। তবে যদি বেশ টাইট শিডিউলে থাকেন, তবে মুসানদাম আপনার জন্য নয়। তবে এখানকার পূর্ব উপক‚লে একটি কিংবা দুটো দিন কাটালে সবচেয়ে অভিজ্ঞ ভ্রমণচারীও খাবি খেতে বাধ্য হবে। খাসাব নামে এই অঞ্চলটির মূল অংশে যদিও তেমন কিছু করার নেই তথাপি এটি একটি স্প্রিংবোর্ডের কাজ করে। এখান থেকেই এক লাফে পৌঁছে যেতে পারবেন ‘ফিজোর্ডস অব দ্য মিডল ইস্ট’ নামের একটি নাটকীয় জলপথ আছে। তবে এখানে বড় হোটেল বলতে একটিই আছে- দ্য গোল্ডেন টিউলিপ। এখান থেকে আপনি ভোরের দিকে আপনার বোট রাইডের বন্দোবস্ত করতে পারবেন। মুসানদামে পৌঁছার সহজ রাস্তাটি হলো একটি গাড়ি ভাড়া নিয়ে উত্তরে সোজা ৬৫ কিলোমিটার চলে যাওয়া। আর আপনার ভিজিটর ভিসা ঠিকঠাক আছে কিনা দেখে নিন। ট্রিপ শেষে আরব আমিরাতে ঢুকতে ওটা আপনার প্রয়োজন হবে। ইউ এ ই ছেড়ে যাওয়ার আগে দুবাই ডিপার্টমেন্ট অব টুরিজমে চেক করে নিন।

 

dubai travelMusandamtraveltravel destinationsUAE travel