সালমান খান অভিনীত এই ছবিগুলি কখনও মুক্তি পায়নি
তিনি বলিউডের ভাইজান। ভক্তেরা অধীর আগ্রহে বসে থাকেন, কবে প্রিয় ভাইজানের ছবি মুক্তি পাবে। কিন্তু এহেন সালমান খানের কেরিয়ারেরই অনেক ছবি মুক্তি পায়নি। সালমানের শুরুর সময়েও এবং পরবর্তী কালেও নানান কারণে আটকে গিয়েছে তাঁর বহু ছবি। সেই ছবিগুলোর কী নাম, সঙ্গে কে ছিলেন সে সব তথ্যগুলোই জেনে নেওয়া যাক। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটির পরেও আর […]