কবিতা নিয়ে কাজ করতে চাই : শারমিন লাকী
সফল মডেল ও উপস্থাপিকা শারমিন লাকী। অনেকদিন কোনো সংবাদে নেই তিনি। তবে মডেল ও উপস্থাপিকা হিসেবে সবাই তাকে চিনে থাকলেও বহু গুণের অধিকারী এই মডেল। ক্যামেরার নেপথ্যে থেকে বিজ্ঞাপনের ভয়েজ ওভারেরও কাজ করেন প্রচুর। বিশেষ দিবস এলে তিনি কবিতা আবৃত্তিতে অংশ নেন।এদিকে, আরটিভিতে তার উপস্থাপনায় নিয়মিত প্রচার হচ্ছে রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। তাছাড়া কী […]