সাফা কবিরের বেলায় ঘটেছে এমনটিই!
কপাল কাকে বলে! দুই বছরের দুই প্রান্তের দুইটি দিনে দুই নাটকের প্রচার! ছোটপর্দার মডেল, অভিনেত্রীর সাফা কবিরের বেলায় ঘটেছে এমনটিই! সাফা কবির অভিনীত একটি নাটক প্রচারিত হয়েছে গত বছরের শেষ রাতে, আর আরেকটি নাটক প্রচারিত হয়েছে এই নতুন বছরের প্রথম দিনের রাতে। গত বছরের ৩১ ডিসেম্বর এসএ টিভিতে প্রচারিত হয়েছে ইমরাউল রাফাত পরিচালিত ‘কেমিস্ট্রি’ নাটকটি। […]