বৃষ্টি কিভাবে হয় জানো?
চতুর্থ শ্রেণির বিজ্ঞান বইতে মেঘ বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। মেঘ ও বৃষ্টি কী করে হয়, বৃষ্টির ফোঁটা কিভাবে তৈরি হয়, এসব নিয়ে লিখেছেন ধ্রুব নীল।বৃষ্টি কিভাবে হয় তা তো জানোই। ভূমিতে থাকা পানি বাষ্প হয়ে উড়ে উড়ে আকাশে গিয়ে জমাট বাঁধে, এরপর ঝরঝরিয়ে নামে বৃষ্টি হয়ে। কিন্তু এমনটা কেন ঘটে? মানে বাষ্পটা তো বেলুনের […]