শাকিব-বুবলীকে নিয়ে আরটিভির লিডার
দুজনকে নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নাট্যনির্মাতা তপু খান। নাম লিডার আমিই বাংলাদেশ। সূত্র বলছে, এরমধ্যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির তুমুল আলোচিত এই জুটি। লিডার ছবিটি নির্মিত হচ্ছে আরটিভি তথা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে। তারা এর আগে আলোচনায় আসে তাহসান-শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ নির্মাণ করে। বুধবার চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান […]