পেরোভস্কাইট সৌরকোষে ৩০ শতাংশ দক্ষতার রেকর্ড চীনের
প্রথমবারের মতো পেরোভস্কাইট সৌর কোষের দক্ষতা ৩০ শতাংশ ছাড়াতে সক্ষম হয়েছে চীনের একটি যৌথ গবেষণা দল। এ আবিষ্কারকে সৌরশক্তি প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।গবেষণার নেতৃত্ব দিয়েছেন নানচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থান হাইরেন এবং ন্যাশনাল সায়েন্সেস ইনস্টিটিউট অব ইনোভেশনের অধ্যাপক ছাং ছাও। গবেষণার ফল নেচার জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পেরোভস্কাইট সৌরকোষের কার্যকারিতা বাড়ানো কঠিন ছিল, […]