জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গঠনে বাকৃবির নতুন গবেষণা উদ্যোগ

FacebookTwitterEmailShare

সিদ্ধার্থ চক্রবর্তী : বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মাটির স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে একদল গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন একটি গবেষণা প্রকল্প শুরু করেছেন। প্রকল্পটি কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে তাদের মাটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

গবেষণা প্রকল্পের সূচনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গবেষণা প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা কর্মশালায় গবেষণা প্রকল্পটির উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

গবেষণার মূল লক্ষ্য ও কৌশল

এ গবেষণার মূল লক্ষ্য হলো কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করে মাটির স্বাস্থ্য সংক্রান্ত তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা। দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের কৃষিজমিতে খরার প্রকোপ দেখা যাচ্ছে। গবেষণায় এই খরাপ্রবণ জেলাগুলোর কৃষকদের জন্য টেকসই সমাধান বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বন্যাপ্রবণ এলাকাগুলো নিয়েও গবেষণার পরিকল্পনা রয়েছে।

গবেষণার দৃষ্টিভঙ্গি

প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে গ্রিফিথ ইউনিভার্সিটি, এসিআইএআর, সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এসিআইএআর-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. চেংরং চেন বলেন, “আমাদের গবেষণার কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষকরা। প্রকল্পের আওতায় মাটি স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা, কৃষকের ভাষায় তথ্যের রূপান্তর, মাঠ পর্যায়ে প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করা হবে। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই যা কৃষক, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় সাধন করবে।”

গবেষণা থেকে প্রত্যাশিত ফলাফল

গবেষকদের মতে, কৃষকদের মাটি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদনের খরচ কমানো এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব। এজন্য কৃষকদের জন্য সহজবোধ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে। কর্মশালার শেষ পর্যায়ে গবেষণা প্রকল্পের সদস্য এবং অতিথিদের অংশগ্রহণে একটি মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে কৃষি গবেষণা এবং কৃষকদের সম্পৃক্তকরণ বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের কৃষিতে টেকসই পরিবর্তন আনতে হলে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নতুন গবেষণা উদ্যোগ কৃষকদের মাটির স্বাস্থ্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক হবে। গবেষণার মাধ্যমে কৃষকদের জন্য সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হলে তা দেশের কৃষিখাতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনবে।

*******

সিদ্ধার্থ চক্রবর্তী, 

শিক্ষার্থী, বাংলােদশ কৃষি বিশ্ববিদ্যালয়। 

কৃষিক্যাম্পাসবাকৃবি